কালোর মধ্যে লাল পাড় পছন্দ করেনা এমন আপু খুজে পাওয়া আসলেই একটু কঠিন ।ম্যাক্সিমাম সবার কমন প্রশ্ন ছিল কালোর মধ্যে লাল পাড়ের কোন নতুন শাড়ি আসছে কিনা, ভিডিও আসবে কিনা আসছে নতুন শাড়ি, সাথে ভিডিও করে দিলাম। আসলে আমাদের ব্যবসা টা হচ্ছে মূলত গিফট শপ। মানে কিনবেন একজন আর ব্যবহার করবেন অন্যজন।এই জন্য আমাদের কাছে রিভিউ আসে খুবই কম গুলো এক সাথে করে দিতেও আলসেমি লাগে এমনিতেই রিভিউ অল্প তার উপর রিভিউ আপ দেয়াও হয়না খুব একটা। চিন্তা করছি প্রতিদিন ১/২ টা করে রিভিউ গুলো আপ দেয়ার চেষ্টা করবো।যাই হোক নতুন শাড়ি বাবুইএর ভিডিও দেখেন পছন্দ হলে অর্ডার কর ফেলেন কারন ফেব্রুয়ারী মাস শুরু হয়ে গেসে যে কোন সময় স্টক আউট হয়ে যাবে বলাও যাবেনা যে কখন হয়ে গেসে
কালো শাড়ি গিফট
ঈদের আগে শেষ হয়ে যেতে পারে তাই স্টকে থাকতে থাকতেই নিয়ে নিতে পারেন । এটা বলার একটাই কারন এই “বাবুই” নিয়ে কিছুদিন আগেও কাড়াকাড়ি হয়েছে এখন আবার হবে আমি জানি পাড়ের ডিজাইন টা ঠিক জামদানী ডিজাইন দিয়ে করা। সুক্ষ্ম সুতার কাজ। দেখতে যেমন সুন্দর এটার আউটলুক সিম্পল কিন্তু ক্লাসি একটা ভাব আসে। এক কথায় ফরমাল লুক বা যে কোন প্রোগ্রাম বা প্রেজেন্টেশন কিংবা গিফট হিসাবে খুবই চমৎকার একটা গিফট প্যাকেজ।
শাড়ী, পায়েল, আকাশী-নীল কাঁচের চুড়ি, একটা লাল গোলাপ। এই সবগুলোই আপনার যে কোনো বাজেটে পেয়ে যাবেন। Hafsilk Sharee Gift package
চুড়ি যেনো দু’হাতে পরতে পারে এমন ভাবে কিনবেন। চার ডজন তো লাগবেই। শাড়ীটা খুব যত্ন নিয়ে কিনবেন। আপনার বউয়ের ব্যক্তিত্ব অনুযায়ী শাড়ী পছন্দ করবেন।
একটা সুন্দর গিফট বক্সে সুন্দর করে সাজিয়ে দিবেন। শাড়ীর ওপরে চুড়ি, পায়েল আর লাল গোলাপ রাখবেন। সাথে একটা ডায়েরিও দিতে পারেন।
নতুন বউকে কি উপহার দেওয়া যায়
“নতুন স্টাইলে ট্র্যাডিশনের ছোঁয়া—বাটিক শাড়িতে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলুন!”
বাঙালি ঐতিহ্যের সাথে আধুনিক ফ্যাশনের মেলবন্ধন ঘটিয়েছে আমাদের সুন্দর ডিজাইন করা বাটিক শাড়ি। প্রতিটি শাড়িতে রয়েছে শৈল্পিক হস্তশিল্পের ছোঁয়া যা আপনার সৌন্দর্যকে করবে আরও মোহনীয় এবং আলাদা।
আমাদের কালেকশনের বৈশিষ্ট্য:
● ১০০% সুতি কাপড়ে হাতে তৈরি বাটিক ডিজাইন
● বিয়ের অনুষ্ঠান, পার্টি, এবং উৎসবের জন্য উপযুক্ত
● নান্দনিক রঙের সংমিশ্রণ এবং নকশা
● আরামদায়ক এবং প্রিমিয়াম কোয়ালিটি কাপড়
আরামদায়ক দেশী সুতি শাড়িতেে নিজস্ব নকশায় ব্লক প্রিন্ট করা দ্বীপন্তির সংগ্রহ।
কর্মব্যস্ততায় প্রতিদিন অথবা বিশেষ কোন আয়োজনে যারা শাড়ি পরতে ভালোবাসেন, এই ভ্যাপসা গরমে তাদের জন্য আমাদের সুতি শাড়ি গুলো হতে পারে আরামদায়ক ও স্বস্তির পোশাক। Hafsilk Sharee Gift package
শীতের মৃদু হিমেল বাতাস সবার বেশ ভালো লাগে। আবহাওয়ার সাথে সাথে ত্বকের শুষ্কতা জানান দিচ্ছে শীতের তীব্রতা। ত্বকের সমস্যা বছর জুড়ে থাকে কিন্তু শীতের সময় একটু বেশি হয়ে থাকে। শুষ্ক, তৈলাক্ত, স্বাভাবিক কিংবা মিশ্র, ত্বক যে ধরনেরই হোক না কেন শীতের সময় সমস্যার সম্মুখীন হবেই।
কারণ, এসময় ত্বকের সবচেয়ে ওপরের যে স্তর, সেই এপিডারমিসে পানির পরিমাণ কমে আসে। যার কারণে ত্বক হয়ে যায় শুষ্ক, রুক্ষ ও প্রাণহীন। ত্বকের যত্ন নিতে যেয়ে কিছু কমন ভুল আছে যা আমরা কম-বেশি সবাই করে থাকি। ফলে স্কিন আরো বেশি রুক্ষ হয়ে যায়। শীতে